নিজস্ব প্রতিনিধি ঃ-চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লি: এর পৃষ্ঠপোষকতায় জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লীগ-২০২২ এর আজকের খেলায় চ.ব.ক ক্রীড়া সমিতি ৪-২ গোলে বি.সি.আই.সি ক্রীড়া সংসদকে পরাজিত করে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় হাসানুজ্জামান কায়েস (জার্সি নং-১১)। তাকে ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা প্রাইজমানি প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর সুলতান মাহমুদ খান (শাহীন)। আগামীকাল বিকাল ৩.০০ টায় কোয়ালিটি স্পোর্টস ক্লাব বনাম কাস্টমস এস.সি. পরস্পরের মোকাবেলা করবে।