প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৭:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
সেই রোদ্দুর ——ফারজানা আফরোজ

সেই রোদ্দুর
ফারজানা আফরোজ
সেই রোদ্দুর
এক মুঠো রোদ্দুর
এক মুঠো ধুলো
এক মুঠো মেঘ আর
এক মুঠো তুলো
এই সেই পাহাড়
এই সেই নদী।
এই সেই রোদ মাখা,
স্মৃতির গোধূলি।
ফিরে পেলাম খুঁজে পেলাম
আগের সেই ক্ষণ।
ফিরে পাওয়া গোধূলিটা,
প্রিয় ভীষণ।
সাঁঝ বেলার আলোটা
নিভু-নিভু করে।
সময়টা আজ যেন,
বেহিসেবী চলে।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.