হিয়ার কথন
°°°°°°°°°°°°
: আকাশটা যদি ছুঁয়ে দেখা যেতো!
: এই যে আকাশ! ছুঁয়ে দেখো!
: আজ দোল পূর্ণিমা, আবির মাখবো।
: এখানে রাখো হাত, পছন্দের সব রঙ পাবে।
: বড্ড সাহস বুঝি!
: কেন নয়! এখানে হিমালয় সমান দুঃসাহস সঞ্চিত আছে!
: ঘুম পাচ্ছে, এখন ঘুমাবো।
: এখানে ঘুমাও। নিশ্চয়তা আর নির্ভরতা আছে!
: চলো সমুদ্রে যাই। বাতাসের গান শুনবো।
: এখানে মাথা রাখো। সমুদ্রের গর্জন শুনতে পাবে।
: ডিপোজিট করবো কোথায়?
: ভালবাসা! এখানে সঞ্চয় করো!
যা সঞ্চয় করবে, নিশ্চিত ফেরত তার শতগুণ!
: ধ্যাত্তেরি!
: অবহেলা! ডিপোজিট করো না,
ওটা ফেরত পাবে না।
: বাবা বিয়ে ঠিক করছে...! পাত্র প্যারিসে থাকে!
: ভালোই হলো, ও ব্যাটা ফরাসী বিপ্লবের কথা শুনেছে নিশ্চয়!
ফ্রান্সের বেকারদের মতো আমিও হৃদয় রাজ্য সুরক্ষিত রাখবো।
বিনা যুদ্ধে নাহি দিব সুচ্যাগ্র মেদিনী!
: চলো পালাই!
: সংগ্রাম ছেড়ে পালাবো, সে কাপুরুষ নহি আমি!
আমার রোমশ বুকের যেখানে তোমার বসবাস, সেখানে রাখো হাত!
পৃথিবী ভাসিয়ে দেবো ভালবাসার প্লাবনে!
কালবোশেখীর ফুৎকারে উড়িয়ে দেবো আশঙ্কার কালো মেঘ।
শুধু বিশ্বাসে রেখো তোমার সুডৌল হাত আমার বক্ষ পরে।
----------