প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৩, ১:০১ অপরাহ্ণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—-> বিশ্বজিত বড়ুয়া
![]()
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বিশ্বজিত বড়ুয়া
বজ্র কণ্ঠের অধিকারী টুঙ্গিপাড়ার ছেলে
অধিকার আদায় করতে তাঁর অর্ধেক জীবন জেলে।
তাঁর কণ্ঠ রুদ্ধ করতে কতই না ছলাকলা
তাঁকে প্রধান করে নিন্দিত দেশদ্রোহের মামলা।
মরণের ভয় ছিল না তাঁর তাই তিনি মৃত্যুঞ্জয়
জীবন দিয়ে হয়েছেন আজ চির অম্লান অক্ষয়।
এভারেস্ট দেখিনি কিন্তু এভারেস্টের সমান
তিনিই তো জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এ দেশের মান
খোকাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.