বোয়ালখালী প্রতিনিধিঃ- আসন্ন বৌদ্ধদের অন্যতম প্রধান প্রবারণা উৎসব উপলক্ষে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন'র সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ নেত্রীবৃন্দ।আজ ৬ অক্টোবর সকাল ৯ ঘঠিকায় উপজেলা পরিষদ হল রুম (অপরাজিতা)'য় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া।
এতে অতিথি ছিলেন - বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, শাকপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মান্নান মোনাফ,কধূরখীল মারজিন বিহারের অধ্যক্ষ দীপানন্দ থের, কধূরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ সত্যানন্দ ভিক্ষু, গোমদন্ডী সার্বজনীন জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ মুদিতানন্দ থের, হাজারীরচর জ্ঞানাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শরণশ্রী ভিক্ষু, উপজেলা মহিলা আ'লীগের সহ সভাপতি ইলা বড়ুয়া।পরিষদের প্রথম প্রতিষ্ঠা উদ্যোক্তা সাংবাদিক অধীর বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন - জাতীয় বৌদ্ধ নেতা বিকাশ কুমার চৌধুরী, বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি শিক্ষক উৎপল বড়ুয়া, সহ সভাপতি বোধিসত্ত্ব বড়ুয়া, রুপায়ন কুমার বড়ুয়া, যীষু বড়ুয়া চৌধুরী, সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, , সহ সাধারন সম্পাদক রাজু বড়ুয়া , ছোটন বড়ুয়া, অর্থ সম্পাদক শিক্ষক উজ্বল মুৎসুদ্দি, সাংগঠনিক সম্পাদক সুমন বড়ুয়া ভূপেল,ধর্মীয় সম্পাদক সজল তালুকদার, সদস্য শম্ভুমিত্র বড়ুয়া, আশুতোষ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।