পাবনা সদর(পাবনা)প্রতিনিধিঃ-গত ৩ আগস্ট সন্ধ্যার দিকে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর এলাকায় মানসিক হাসপাতাল সংলগ্ন বাছেরের মোড়ে রফিকুল ইসলাম রিকো নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় খুনি। উক্ত ঘটনার আলোকে পাবনা সদর থানার মামলা হয়।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মুল হোতা এবং একমাত্র আসামী মো. দিলবর ওরফে ভোলাকে ঈশ্বরদী থানাধীন জয়নগর হতে গ্রেপ্তার করেছে।জিজ্ঞাসাবাদে আসামি মোঃ দিলবর ওরফে ভোলা জানায়, পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ঘটনার কয়েক দিন আগে নিহত রিকো আসামী ভোলাকে মারধর করে। উক্ত বিষয়ের জেরে সে রিকোকে একা পেয়ে ক্ষিপ্ত ও রাগে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামির ভোলা হেমায়েতপুর এলাকার খলিল উদ্দিনের ছেলে।
তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১ টি সুইস গিয়ার একটি , মোটরসাইকেল ও একটি ফোন উদ্ধার করে