শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:-আজ ৬ আগষ্ট এপেক্স গ্লোবাল ট্রি প্লান্টিং ডে উপলক্ষে পর্যটন কেন্দ্র খ্যাত অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের শ্রীমঙ্গলে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (৬ আগষ্ট) সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে শহীদ স্মৃতি বিজরীত বধ্যভূমি’৭১ চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়। এতে হরতকি, বহেরা, আমলকি, সোনালুসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
এপেক্স ক্লাব অব শ্রীমঙ্গল (ইউসি) এর উদ্যোগে এপেক্স গ্লোবাল ট্রি প্লান্টিং ডে এর বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন, আবুজার বাবলা, শামীম আক্তার হোসেন, আব্দুস শুকুর, মনোয়ার হোসেন মিলন, এম এ কাইয়ুম, শেখ মোহাম্মদ ওমর ফারুক, রুহুল আমিন, ফরিদ মিয়া প্রমুখ।৬ আগষ্ট এপেক্স গ্লোবাল ট্রি প্লান্টিং ডে উপলক্ষে এপেক্স ক্লাব এর উদ্যোগে বিশ্বব্যাপী একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।