প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৬, ২০২৩, ৪:০৪ অপরাহ্ণ
যুদ্ধ নয় শান্তি—-> রিটন কুমার বড়ুয়া

যুদ্ধ নয় শান্তি
রিটন কুমার বড়ুয়া
যুদ্ধ এনেছে ধ্বংস যজ্ঞ
মৃত্যু এনেছে যুদ্ধ,
বছরে বছরে হাজারো মানুষ
হয়ে গেছে বাক রুদ্ধ।
যুদ্ধ বাড়ায় হাহাকার আর
যুদ্ধ বাড়ায় কান্না,
যুদ্ধ বাড়ায় প্রকৃতির ক্ষতি
যুদ্ধের পথে আর না।
বিশ্বশান্তি ধ্বংস লাগি
আর নয় ভেদবুদ্ধি,
এসো এসো সদলবলে
এদের করিতে শুদ্ধি।
যুদ্ধের দিন হয়ে গেছে শেষ
আর নয় ভুলভ্রান্তি,
মানুষ জেগেছে প্রতিবাদ মিছিলে
ফেরাতে বিশ্বশান্তি।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.