প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৩, ১২:৪৩ অপরাহ্ণ
অনিত্য ——–কবি মাদল বড়ুয়া

অনিত্য
কবি মাদল বড়ুয়া
তখনও সন্ধ্যা দীপ উঠে নাই ফুটি,
আকাশে ধূসর রং খেলে লুটো পুটি।
ভিক্ষু এক শুধালেন" কেন মা একেলা,
পথ পাশে বসে আছ এই সন্ধ্যা বেলা?
রাত যদি নেমে আসে দেখিবে না আর,
কি করিয়া যাবে তুমি নামিবে আঁধার?
বৃদ্ধা কহে"নিচু স্বরে কেমনে যে বলি?
পূত্র শোক নিয়ে আমি পথে পথে চলি"
একথা শুনিয়া ভিক্ষু কহিলেন,"হায়!
পৃথিবীর সব লোকে শুধু পেতে চায়,
মায়ার বাঁধনে লোকে করে হায়!হায়!
শোকের সে দৃশ্য কভু সহা নাহি যায়,
শ্বশান ঘাটে গিয়ে দেখি কান্না অপার,
সংসারে সব কিছু--- অনিত্য অসার।
=========================
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.