শিমুল চৌধুরী(মহানগর চট্টগ্রাম)প্রতিনিধি:- গাছ লাগান, পরিবেশ বাঁচান এই স্লোগানে বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর শাখার ছাত্রনেতা "এম.কাইছার উদ্দীনের" নেতৃত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাহের ইসলাম, সাধারণ সম্পাদক শাকিল আজম,সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ, অর্থ-সম্পাদক জসিম উদ্দিন, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব ইমরান বিপ্লব, চকবাজার থানা আওয়ামী লীগের নেতা ফজলুল হক কাজল,নগর যুবলীগ নেতা কাজী রাজেশ ইমরান,লিটন ব্যানার্জি,চকবাজার থানা ছাত্রলীগের সহ সভাপতি তারেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার চৌধুরী ওপু,আব্দুল্লাহ আল আকিব,শফিউল ইসলাম, মহিউদ্দিন হাসান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা জামশেদ আলম হৃদয়,আস্ফাক উদ্দীন জারিফ,চকবাজার থানা ছাত্রলীগ নেতা অসিত দাশ, দিপ্ত নন্দি,অনকন শাহা,অরপন দাশ,আদর,মেহেরাজ,অরপন,তারেক,দিপ্ত,মেহেরাজ উদ্দীন চৌধুরী সহ আরও অসংখ্য ছাত্রনেতা।
সংকটে সংগ্রামে মানবতার সেবাই সদা জাগ্রত বাংলাদেশ ছাত্রলীগ।