স্কুলজীবনেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি এরাদুল হক নিজামী(ভূট্টু)’র।মূলত স্কুল ছাত্রলীগ থেকে রাজনীতিতে উঠে আসা সবেক এই ছাত্রনেতা দায়িত্ব পেলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব। সংগঠনের ত্রি-বাষিক সম্মেলনে রাজনীতি অঙ্গনের পরিশ্রমিক কর্মী এরাদুল হক নিজামী(ভূট্টু) সভাপতি নির্বাচিত হন।
গত মঙ্গলবার (২৫ জুলাই) এই সম্মেলনে ১৪ জন সভাপতির প্রার্থীর মধ্যে বীর চট্টলার অভিভাবক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের বিচার বিবেচনায়, তৃনমূল শত শত কর্মীদের উৎসাহ উদ্দীপনায়, কাউন্সিলর ও ডেলিগেটের ঐক্যমতের ভিত্তিতে এরাদুল হক ভূট্টু সভাপতি নির্বাচিত হন। রাজনীতি অঙ্গন ছাড়াও ভূট্টু বিভিন্ন সামাজিক, সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষা প্রতিষ্ঠানেও নিজেকে নিয়োজিত রয়েছেন।মিরসরাইয়ের জনার্দনপুর গ্রাম থেকে বেড়ে উঠা ভূট্টু ছাত্রলীগ রাজনীতির মাধ্যমে প্রবেশ করেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতিতে। তিনি জনার্দ্দনপুর স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তৈতয়া বাজার রাসেল স্মৃতি সংসদের সভাপতি-সম্পাদক, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সম্পাদক, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য, মিরসরাই উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক, মিরসরাই উপজেলা স্বেচ্ছসেবক লীগের আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও সর্বশেষ সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়কের দায়িত্ব পেয়ে একটি প্রাণবন্ত সন্মেলন উপহার দেন।
এরাদুল হক ভূট্টু চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি, রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, মা ও শিশু হাসপাতাল রোগী কল্যাণ সমিতি আজীবন সদস্য। এছাড়া মিরসরাই এসোসিয়েশন-চট্টগ্রামের পৃষ্ঠপোষক ও দাতা সদস্য।
অন্যদিকে মিরসরাইয়ের জনার্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য, তেতৈয়া ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য, তেতৈয়া আজিম উকিল জামে মসজিদ ও দূর্গাপুর ফকির বাড়ী জামে মসজিদের প্রধান উপদেষ্টা ছাড়াও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, মিরসরাই উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক। এছাড়া স্থানীয় বিজলী ক্লাব ও শান্তিনীড়ের পৃষ্ঠপোষক তিনি। এরাদুল হক ভূট্টু মৎস্য চাষের উপরও প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি বিগত দিনে মৎস্য সপ্তাহে একজন সফল মৎস্যচাষী পুরষ্কার প্রাপ্ত হন।
ক্রীড়াক্ষেত্রেও এরাদুল হক ভূট্টু নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখা ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য। তিনি সি শোর ফিশিং ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম মহানগরীর আকবরশাহস্থ ছায়াবিথী বিদ্যাপিঠের চেয়ারম্যান।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ ধারণ করে পূর্বের ন্যায় মানুষের কল্যানে কাজ করার কথা জানিয়ে এরাদুল হক ভূট্টু বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।
গত ২৫ জুলাই মঙ্গলবার কাজীর দেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে
সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক এরাদুল হক নিজামী (ভূট্টু)র সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাছির উদ্দিন রিয়াজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি।
সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। এছাড়া সন্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেযারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, খাদিজাতুল আনোয়ার সনি এম.পি. সংরক্ষিত মহিলা আসন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ.কে এম আজিম, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আশিষ কুমার সিংহ, স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী,স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস মো. সাইফুল্লাহ আনসারী, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য মো. মাহবুবুর রহমান বাবর, তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু, জাহাঙ্গীর হোসেন বাবর, আতাউল মাসুদ। এর আগে নোমান আল মাহমুদের কোরআন তেলওয়াত, দীপক দাশের গীতাপাঠ ও প্রকৌশলী পলাশ বড়–য়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা হয়। সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন মো. নাছির উদ্দিন রিয়াজ। ২য় পর্বে এরাদুল হক নিজামী (ভূট্টু) কে সভাপতি ও মো. নাছির উদ্দিন রিয়াজকে সাধরণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলার কমিটি ঘোষণা করা হয়।