আদিতমারী(লালমনিরহাট)প্রতিনিধিঃ-আজ ২৭ জুলাই বৃহস্পতিবার লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার আদিতমারী সরকারি কলেজে আদিতমারী উপজেলা সাহিত্যমেলা ২০২৩ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ।
প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ বলেন মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এই সাহিত্যমেলার শুভ উদ্বোধন করলাম।
সাহিত্যমেলায় উপজেলা পর্যায়ের বিভিন্ন স্কুল,কলেজ, লাইব্রেরির পক্ষ থেকে স্টল প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্নলেখক,সাহিত্যিক, সাংবাদিক, সুধিজন, ও স্কুলের শিক্ষার্থী উপস্থিত ছিল।
মেলাটি দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হবে বলে জানান মেলা আয়োজক কর্তৃপক্ষ।