প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৯:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৩, ৩:০৯ অপরাহ্ণ
“মন হোক নিজের চাকর”—– কবি- অজয় বড়ুয়া
![]()
"মন হোক নিজের চাকর"
কবি- অজয় বড়ুয়া
কারে দোষী করি আমি
অপরাধী মন স্বামী
করায় সে যত কারুকাজ,
চারিদিক বিচরণ
মজা করে আহরণ
ভাঙ্গিতে পণ নাই যে লাজ।
যেথা সুখ ছুটে যায়
সদা খুশি হতে চায়
অভিনয় করায় আমায়,
দুঃখ নয় পছন্দ
চৌদিকে লাগায় দ্বন্দ্ব
চিত্ত মোরে করে অসহায়।
বিশ্বে শত্রু নিজ মন
দুষি অন্য সারাক্ষণ
অজ্ঞানী বলে মন মুনিব,
মনকে করিতে সুখী
সদা ছুটি দশমুখী
নিজ দোষেই চিত্ত সজীব।
করি চিন্তা জ্ঞান দিয়ে
দুষ্ট সেই মন নিয়ে
কেন হব চিত্তের চাকর?
মন তুষ্ট নাই করি
বিপদ মুক্ত পথ ধরি
মন হোক নিজের চাকর।
======
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.