প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৩, ১:৩০ অপরাহ্ণ
যাসনে যেন——> কবি উজ্জ্বল মূৎসদ্দী
![]()
যাসনে যেন
কবি উজ্জ্বল মূৎসদ্দী
তুই যে আমার শখের নারী রঙধনুতে মাখা,
তুই যে আমার তাঁতপল্লীর বেনারসী আঁকা।
তুই যে আমার চিত্রপটে ত্রিমাত্রিক ছবি,
তোর জন্যে হয়েছি আমি উদ্ভ্রান্ত কবি।
তোর জন্যে কাটে আমার নিদ্রাবিহীন রাত,
হাতের পরে ভালবাসায় রাখবি না তোর হাত!
অলিন্দে তোর বসতবাটি জানিস নাকি তুই?
ইচ্ছে মতন দিবসরাতি হাত বাড়িয়ে ছুঁই।
তুই কি আমার গল্প হবি? প্রণয় মাখা পদ্য?
আমার তরে বউ সাজবি গোধূলিতে অদ্য!
ফেলে আমায় যাসনে যেন ওগো পরাণ পাখি,
আয় না এবার জীবনটাকে সুখ-স্বপনে মাখি!
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.