কামাল উদ্দিন(চট্টগ্রাম মহানগর)প্রতিনিধিঃ-চট্টগ্রামস্থ পটিয়া থেকে নগরীর চান্দগাঁও এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসা দুই কিশোরী নিখোঁজের সাধারণ ডায়েরি দাখিল করেন চট্টগ্রামস্থ চাঁদগাও থানায়। এই ঘটনাটি ঘটে গত বুধবার ১২ জুলাই সন্ধ্যায় নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায়।
নিখোঁজ কিশোরীরা হলেন- উম্মে আয়মা আনিকা (১৫) এবং নিসা আক্তার (১৬)। তারা দুই জনই পটিয়া উপজেলার হযরত আয়শা ছিদ্দিকা (রা:) মহিলা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
নগরীর চান্দগাঁও থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বুধবার পটিয়ার বড়লিয়া ইউনিয়নের পূর্ব বাড়িকাড়া গ্রাম থেকে নগরীর চান্দগাঁও থানার শমশের পাড়ায় খালার বাড়িতে বেড়াতে আসে কিশোরী আনিকা। এ সময় তার সঙ্গে ছিলো সহপাঠি নিসা। পরে ঐ দিন সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়ার কথা বলে খালার বাড়ি থেকে বাহির হলেও এখনো তাদের আর খোঁজ মেলেনি।
কোনো মানবিক ব্যক্তি যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে এই (01305-974110) নাম্বারে যোগাযোগের অনুরোধ রইল।