পাঁচবিবি(জয়পুরহাট)প্রতিনিধি:-জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলা পরিষদ অডিটরিয়ামে ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়। পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যাণ অফিসের যৌথ আয়োজনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলার সুনামধন্য নির্বাহী অফিসার আরিফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত ভাষা সৈনিক মীরশহীদ মন্ডলের সুযোগ্য পুএ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা মাহবুবুর রহমান,উচনা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মালেক, বালিঘাটা আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কবি জয়নুল আবেদীন,শিরট্টি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী,শালপাড়া দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন,ধরন্জী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার বাবুল হোসেন প্রমুখ।
এ সময় পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণীর মোট 70 জন মেধাবী শিক্ষার্থী একটি করে ট্যাব বিতরণ করেন অতিথিরা। উক্ত অনুষ্ঠানে পাঁচবিবি উপজেলা প্রশাসন, পরিসংখ্যাণ কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, সুপার, সুবিধাভোগী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।