প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ১১:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ১১:০৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি ঘরে ঘরে বৃক্ষ রোপন করব: সিটি মেয়র
![]()
প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি ঘরে ঘরে বৃক্ষ রোপন করব:-- সিটি মেয়র
শিমুল চৌধুরী (মহানগর চট্টগ্রাম)প্রতিনিধিঃ- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর সহযোগিতায় গত ১৩ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ চারা বিতরণ পালিত হয়। । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা মো: রেজাউল করিম চৌধুরী। উক্ত কার্যক্রমের উদ্বোধক ছিলেন সোসাইটির ট্রেজারার এম.এ ছালাম। চট্টগ্রাম সিটি ইউনিট এর ভাইস চেয়ারম্যান মো: আলমগীর পারভেজ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন। চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট এর সেক্রেটারি আবদুল জব্বার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, মোঃ মোশরাফুল হক চৌধুরী পাভেল, মোঃ ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান সহ বিভিন্ন স্কুল কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি ঘরে ঘরে বৃক্ষ রোপন করব। রেড ক্রিসেন্ট ৩০০০ হাজার বৃক্ষের চারা বিতরণ করার মাধ্যমে সবুজায়ন সৃষ্টির জন্য কাজ করেছে। ফলজ, ঔষধি বৃক্ষ সমূহ রোপণ করে আমরা উপকার পেতে পারি।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.