প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৩, ৮:২৮ অপরাহ্ণ
মুখের পিছনে মুখোশ— কবি-শরণংকর বড়ুয়া
![]()
মুখের পিছনে মুখোশ---
কবি-শরণংকর বড়ুয়া
মাঝে মাঝে একা জীবন
একাতীত্ব হয়ে যায়।
বিষাদ বেদনায় আঁধারে
মন কাঁদে সঙ্গোপনে।
বিশাল জীবন শুধু আশ্রয় খোঁজে,
একটু সুখ, একটু ভালোবাসা
নিরাপদ জীবন চায়।
প্রতিটি মুখের পীছনে অন্য
একটি মুখোশ থাকে তা
সময় হলেই প্রকাশ পায়।
জীবনের ভাঁজে ভাঁজে সময়ের ফাঁকে মুখোশরা স্বার্থের পীছনে দৌড় ঝাপ
করে।
লজ্জার পর্দা সরিয়ে নষ্ট, ভ্রষ্ট,
নগ্ন খেলায় মত্ত, অন্যের রক্ত চুষে নিত্য ক্ষত, বিক্ষত করে
উন্মাদনায় আনন্দে বিভোর।
অনাকাঙ্ক্ষিত অসহ্ন্য যন্ত্রণায় গোপন আর্তনাদ,
হ্নদয়ের ব্যাকুলতা তৃষ্ণাতুর
লোভিদের দৃষ্টির শিকার নিলর্জ্জ মুখে ব্যঙ্গ হাসি ছড়ায়।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.