মহানগর(সিলেট)প্রতিনিধিঃ-সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ঢাকায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় মঙ্গলবার ১১ জুলাই রাত ১০টায় রাজধানী গুলশান-২ ঢাকার এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
এ সময় মাননীয় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন আমরা প্রবাসে থাকতেও সিলেট এবং চট্টগ্রাম বিভাগের মানুষের সাথে আন্তরিকতার সহীত বিভিন্ন ভাবে দেশ ও সামাজিক উন্নয়নের লক্ষ্য কাজ করে আসছি ভবিষ্যতেও দুই অঞ্চলের সাথে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন বজায় থাকবে।
এতে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সন্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মামুন চৌধুরী, বেটার বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসুদ এ খান সহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আরো নেতৃবৃন্দ।
ইতিহাসে এই প্রথম কোন ব্যক্তি ব্রিটিশ বাংলাদেশি রাজনীতীবিদ ও প্রবাসি কমিউনিটি নেতা হিসেবে নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে নির্বাচিত হয়ে অলি আউলিয়ার পূণ্যভূমিখ্যাত আধ্যাত্মিক নগরী সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের দায়িত্বে আসিন হলেন।