সোমবার,২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কার্বন নিঃসরন বৃদ্ধির কারণে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বর্তমানে পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে – বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী

বাপসা আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষপ্রেমীদের সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি

কার্বন নিঃসরন বৃদ্ধির কারণে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বর্তমানে পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে– বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী

ডেস্ক নিউজঃ কার্বন নিঃসরন বৃদ্ধির কারনে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বর্তমানে পৃথিবীর জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের বরফ গলছে। সমুদ্রের উচ্চতা বাড়ছে। ফলে মহাদেশগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে আগের চেয়েও বেশি। পৃথিবীর তাপমাত্রা এ বছর অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। ক্রমশঃ পৃথিবী নামক আমাদের এ প্রিয় গ্রহটি সবধরনের উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বাংলাদেশ সমুদ্র উপকুলবর্তী দেশ। এদেশের উপকুলীয় এলাকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় রয়েছে। যা ক্রমশ প্লাবিত হচ্ছে আগের চেয়েও বেশি। এতে উপকুলবর্তী মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। পাশাপাশি মানুষ প্লাস্টিক দূষণ দ্বিগুন গতিতে ঘটাচ্ছে নানাবিধ বর্জ্যরে মাধ্যমে। সবধরনের দূষণ ঠেকানো না গেলে বাংলাদেশ তার অস্তিত্ব সংকটে পড়বে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ একমাত্র বৃক্ষরোপনের মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়নের কুফল থেকে মুক্ত হতে পারে। জলবায়ু পরিবর্তনের চরম প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের এত অধিক হারে বৃক্ষরোপন করতে হবে যাতে দেশের বনভূমির পরিমান কমপক্ষে শতকরা পঁচিশ ভাগে পৌঁছায়। এজন্য দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ২০ কোটি মানুষের হাতে একটি করে ফলজ বা বনজ গাছ রোপন করা একান্ত প্রয়োজন। বাপসার কেন্দ্রীয় জাতীয় পরিষদের সদস্য পরিববেশবিদ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী সমাগত বৃক্ষপ্রেমীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলি বলেন। ৯ জুলাই ২০২৩ইং বেলা ১১ টা ৩০ মিনিটে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন- বাপসা আনোয়ায়া উপজেলার শাখার উদ্যোগে বৃক্ষপ্রেমীদের সমাবেশ আনোয়ার মেন্না গার্ডেনে বাপসা উপজেলা শাখার সমন্বয়ক ও জাতীয় পরিষদের সদস্য মো. জালাল উদ্দিন মনজুর সভাপতিত্বে মেন্না গার্ডেনের স্বত্ত্বাধিকারী মাঈন উদ্দিন চৌধুরী মেন্নার পরিচালনায় বৃক্ষরোপন উদ্বোধন করেন বাপসার কেন্দ্রীয় সভাপতি এম এম হাশেম রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপসার কেন্দ্রীয় সহ সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রফেসর মোহাম্মদ এনামুল হক। আরো বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও সমাজসেবক মহিউদ্দিন আহমেদ টিপু, বাপসার চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, বাপসার চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. সালাউদ্দিন, বাপসার কেন্দ্রীয় সদস্য আহমেদ কাদের মঈনুদ্দীন উদয়, বাপসা চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক মো. জানে আলম, অফিস সহকারী এম. এম. আবুল কাশেম বাহাদুর প্রমুখ। অনুষ্ঠান শেষে বাপসার সদস্য সংগ্রহ অভিযান ২০২৩ পরিবেশবিদ প্রফেসর ড. ইদ্রিস আলী নিজ হাতে পূরণ করার মধ্য দিয়ে সূচনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email