আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধিঃ-লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় আজ ( ২৮ জুন) সকালে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় ২০১১ সাল থেকে সৌদি আরবের সাথে মিল রেখে তুষভাণ্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী গ্রামের হাড়িশ্বর বিল ঈদগাহে , চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া পানি খাওয়ার ঘাট এবং বোতলা বাইতুল আমান জামে মসজিদ ঈদগাহে এ ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টি হওয়ার কারনে এবারের ঈদের জামাত সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) চার্জ অফিসার হাবিবুর রহমান বলেন, উপজেলার কয়েকটি স্থানে ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হচ্ছে।তিনি আরো বলেন, মুসুল্লিগণ যাতে নির্বিঘ্নে তাদের ইবাদত করতে পারেন সে পরিবেশ ঠিক রাখতেই আমাদের পুলিশ দায়িত্ব পালনে নিয়জিত আছে।