নিউজ ডেক্সঃ- চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম নিজ বাড়ী ফটিকছড়ি নানুপুর ইউনিয়নের তোফাইল আহমদ চৌধুরী বাড়ীর মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে মাতা-পিতাসহ আত্মীয়-স্বজনের কবর জেয়ারত করবেন। নিজ বাসভবনে কোরবানি দিবেন। বাসায় এসে কোরবানি শেষে পরিবার, নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ১৯৯১ সাল থেকে তিনি ঈদের দিন ও দ্বিতীয় দিন প্রায় ৫০০০-৬০০০ মানুষের মেহমানদারীর ব্যবস্থা করবেন। বাসায় আগত নেতা-কর্মী ও মেহমানদের পরোটা-মাংস, ছাগল, মুরগী, সেমাই দিয়ে আপ্যায়ন এবং আশপাশের গরীব ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করবেন তিনি।