প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
হিলি, দিনাজপুর প্রতিনিধি:-পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুন) থেকে আগামী রোববার (২ জুলাই) পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্য সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। এদিকে সরকারি ছুটির দিন ছাড়া বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ জুন) হতে রোববার (২ জুলাই) পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এবং আগামী (৩ জুলাই) সোমবার থেকে পুনরায় এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.