প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৬:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৩, ১১:০৮ পূর্বাহ্ণ
পাঁচবিবিতে অপহরণকারী দলের মূলহোতাসহ ধর্ষক আটক

পাঁচবিবিতে অপহরণকারী দলের মূলহোতাসহ ধর্ষক আটক
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃজয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নন্দনপুকুর এলাকা হতে গভীর রাতে ০১ জন ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী দলের মূলহোতা ও ধর্ষক কে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩
২৩ জুন শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫।
আটকৃত ব্যক্তি অপহরণকারী দলের মূলহোতা ও ধষর্ক মোঃ নুরুজ্জামান ইসলাম (২৩) দিনাজপুর জেলার বিরামপুর থানার দেবীপুর চন্ডিপুর গ্রামের আইনুল শেখ এর ছেলে।
উদ্ধারকৃত ভিকটিম মোছাঃমেহজাবিন আক্তার লাবন্য রংপুর পীরগন্জ থানার শরীফের পাড়া গ্রামের ওয়ারেশ আলী লাভলুর মেয়ে।
জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩ কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন,রংপুর জেলার পীরগঞ্জ থানা এলাকা হতে নাবালিকা অস্টম শ্রেণী পড়ুয়া ছাত্রী লাবন্যকে অপহরণ করে অপহরনকারী দলের মূলহোতা নুরুজ্জামান জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ভিক্টিমকে উদ্ধার করে অপহরণের মূলহোতা ও ধর্ষক নুরুজ্জামানকে গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিমকে তার অবিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.