প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ
পাঁচবিবিতে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

পাঁচবিবিতে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
পাঁচবিবিতে (জয়পুরহাট) উপজেলা প্রতিনিধি:- আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা- ২০২৩ উদ্বোধন অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা আক্তার টুনি, সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নিয়ায কাযমীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী প্রমূখ। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১০টি স্টলে কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। সভার পূর্বে ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.