জয়পুরহাট প্রতিনিধি:-ধর্মীয় সম্প্রীতি ও সচেতনা বৃ্িদ্ধকরণ প্রকল্প, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জয়পুরহাট জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী,অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, ইসলামি ফাউন্ডেশন জয়পুরহাট কার্যালয়ের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি সোলায়মান আলী, নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় নেতা, মসজিদের ইমাম, খতিব, মন্দিরের পুরোহিতসহ মোট ১০০ জন এ সংলাপে অংশগ্রহণ করেন।