নিজস্ব প্রতিনিধিঃ- নগরীর ব্যস্থতম এলাকা মুরাদপুরে গত ৭ জুলাই বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৬ ঘঠিকায় জনৈক এক মহিলার কাছ থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ ছিনতাই চক্রের একজন সদস্যকে আটক করেছে।
ঐ সময় তার কাছ থেকে ছিনতাই করা মোবাইল দুটি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, আটককৃত ছিনতাইকারীর নাম মো. রুবেল (২৫)। সে সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের গিয়াস উদ্দিনের ছেলে।
মুরাদপুরের ট্রাফিক পরিদর্শক (টিআই) ইস্রাফিল মজুমদার শুভেচ্ছা প্রতিদিনকে বলেন, সন্ধ্যার সময় নিয়মিত আমি সিভিল পোষাকে মুরাদপুর জোনের বিভিন্ন স্থানে থাকি। গতকালও তার ব্যতীক্রম হয়নি।।আনুমানিক ৬ঃ৩০ ঘঠিকায় দেখলাম ছিনতাইকারী এক মহিলার ব্যাগ থেকে মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করলে সাথে সাথে তাকে ধরে বক্সে আটক করে রাখি। পরে পাঁচলাইশ থানাকে খবর দিলে তাদের টিম এসে থানায় নিয়ে যায়। পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য যে, মুরাদপুর ও আশপাশের এলাকায় সন্ধ্যা হলে ছিনতাইকারী বেড়ে যায়। প্রতিনিয়ত ছিনতাই হলেও ধরতে ব্যর্থ হয় পুলিশ। তবে গতকাল ট্রাফিক পরিদর্শক অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি প্রদর্শনে ঐ প্রতারক ছিনতাই কারী হাতেনাতে পড়ে।