তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রামীণ জনগণকে বৃক্ষ রোপণে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক দেশব্যাপী বৃক্ষ রোপণ সপ্তাহ ও বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া শাখা কার্যালয়ে সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় এ শাখার ৩ হাজার ৪৪৯ জন সদস্যকে প্রত্যেককে ৩টি করে প্রায় ১০ হাজার ৩৪৭ টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
জানা যায়, চলতি বছর গ্রামীণ ব্যাংকের ২০ কোটি চারা লাগানোর অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক ও সবুজ বনায়নের জন্য গ্রামীণ ব্যাংকের দেশের বিভিন্ন শাখায় সদস্যদের মাঝে এই গাছের চারা বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তেঁতুলিয়ায় বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করতে সদস্যদের গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, সেকেন্ড ম্যানেজার শ্রী ভবেশ চন্দ্র সিংহ, সাংবাদিক আব্দুর রাজ্জাক ও আহসান হাবীবসহ ঋণ গ্রহিতা ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।