প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৩, ৭:২২ অপরাহ্ণ
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নাই–এ টি এম পেয়ারুল ইসলাম
![]()
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নাই--এ টি এম পেয়ারুল ইসলাম
নিউজ ডেস্ক- শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলাম্বীদের অন্যতম বড় উৎসব রথযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বারমাসিয়া সেবা সংঘ কর্তৃক আয়োজিত বারমাসিয়া শ্রী শ্রী সার্বজনীন জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, এদেশটা আমাদের। এদেশটা আমরা গড়ে তুলতে চাই একটি অসাম্প্রদায়িক চেতনায়। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না। অবিচার থাকবে না। মানুষ সুন্দরভাবে বাঁচবে।মাননীয় প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনায় এমন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান যেখানে থাকবে না কোনো অবিচার, থাকবে না কোনো অন্যায়।যুগযুগ ধরে ভারতবর্ষে তো বটেই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব করে আসছেন ভক্তরা। মাঝে কিছু সময় নানা অপশক্তি এই রকম কর্মসূচিতে বাধা সৃষ্টি করতো এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করেছিল। সুখের বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপের কারণে আজকে বাংলাদেশ থেকে ওই সমস্ত মৌলবাদীদের কর্মকাণ্ড বন্ধ হয়েছে। আজকে তাই আড়ম্বরে আনন্দের সঙ্গে উৎসবটি পালিত হচ্ছে।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, একটা দেশে শুধু একটি ধর্ম তো আর না। আমাদের দেশে সব ধর্মের মানুষই আছে। তাদের কল্যাণে আমরা কাজ করি।…আমরা চাই আমাদের দেশটা সকল ধর্মের জন্য। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এক হয়ে বাস করবে। কারণ, দেশের উন্নয়নটাই তো সবচেয়ে বড় কথা। সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। যার যার ধর্ম সে পালন করবে এতে কোনো বাধা নেই। উৎসব কিন্তু আমরা সবাই এক হয়ে পালন করি। 'ধর্ম যার যার উৎসব সবার’ প্রত্যেক মানুষের প্রতি আমাদের যে শ্রদ্ধা রয়েছে, আমরা সেটি মেনে চলি। অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন। যেখানে যখনই সমস্যা হয়েছে, আওয়ামী লীগ পাশে দাঁড়িয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কারণ আমরা বিশ্বাস করি, সব মানুষের জন্যই কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, একটা গান আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সত্যিই আগে কিন্তু আমরা অনেক সুন্দর দিন কাটাইছি। কিন্তু কোথায় থেকে সেই টেরোরিজম, টেরোরিস্টের উৎপত্তি হলো? টেরোরিজম আসার পর থেকে কেমন যেন আমাদের মধ্যে একটা দূরত্ব শুরু হয়ে গেলো। আমাদের কিছু রাজনৈতিক দল আছে তারা ধর্ম বিদ্বেষে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। বঙ্গবন্ধু আমাদের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দিয়ে গেছেন। আমরা সেই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রতে মানি। ধর্ম যার যার উৎসব সবার।
সংগঠনের সভাপতি ডা. মিল্টন দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলা দে মস্টারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রী নির্মল দেবনাথ, চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট সালামত উল্লাহ চৌধুরি শাহীন, চেয়ারম্যান শফিউল আযম, সুমন সিকদার, শ্রী লিংকন চক্রবর্তী,শ্রী প্রভাস দেব, শ্রী আশিষ চক্রবর্তী, শ্রীমৎ স্বামী কৃপারুপানন্দ মহারাজ, স্বামী পূর্নাব্রতানন্দ মহারাজ, সাধন চৌধুরী, শ্রী কৃষ্ণধন শীল, শ্রী সুব্রত দে , রাহুল ধর মিথুন, মাইকেল বিশ্বাস যীশু,পার্থ ঘোষ প্রমুখ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.