লালমনিরহাট প্রতিনিধিঃ-লালমনিরহাটে সাংবাদিক নাদিম হত্যার দ্রুত বিচারের দাবিতে ও সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন,হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় মিশন মোর চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিহাট জেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বাংলাদেশ মৎসল সাংবাদিক ফোরাম ঘোষণা করেন এই মানববন্ধনে বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা জামালপুরের বকশীগঞ্জের নিউজ 24 এর জেলা প্রতিনিধি নাদিম হত্যাকারীদের দ্রুত ট্রাইবুনালের মাধ্যমে বিচার করে ফাঁসির রায় কার্যকর করার জন্য আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃস্টি আকর্ষণ করেন।
বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন - সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে।সাংবাদিকদের কোনো নিরাপত্তা নেই। এর ফল হিসেবে আজ নাদিম হত্যাকাণ্ড। আমরা সাংবাদিক নাদিমসহ দেশে সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি। একই সঙ্গে আজকের এই সমাবেশ থেকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করার জোর দাবি জানাচ্ছি।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস আর শরিফুল ইসলাম রতন বলেন সাহসী সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, কী নিষ্ঠুর! একজন ইউপি চেয়ারম্যানের এতো ক্ষমতা! তার অপকর্মের খবর প্রকাশ করায় নির্দয়ভাবে সাংবাদিককে পিটিয়ে মারা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার সম্পন্ন না হয়,তাহলে পর্বতী কঠোর আন্দোলন করতে বাধ্য হবে সাংবাদিকরা।
সাাংবাদিকদের উপর কথায় কথায় হামলা,মামলা, নির্যাতনের প্রতিবাদ করে বক্তব্য রাখেন- সিনিয়র সাাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন,
সাাংবাদিক নিয়াজ আহমেদ শিপন, খোরশেদ আলম সাগর,নিয়ন দুলাল, রুহুল আমিন বাবু, জামাল বাদশা, শাহজাহান সুমন প্রমূখ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।