লালমনিরহাট প্রতিনিধিঃ-আধুনিক ও ডিজিপৌরসভা গঠনের প্রত্যয় নিয়ে লালমনিরহাট পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭জুন) সকাল ১১ টায় পৌর মেয়র রেজাউল করিম স্বপন পৌরসভার হল রুমে আনুষ্ঠানিকভাবে বাজেটের আয়-ব্যয় ও বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।
পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরে ২৩ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
এতে বাজেট বাস্তবায়নে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ১৮ হাজার ২৪৮ টাকা এবং পানি সরবরাহ ও উন্নয়ন (প্রকল্পসহ) আয় ধরা হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ২৯৬ টাকা।
লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন জানান, সব শ্রেণি-পেশার নাগরিকদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমাদের পৌরসভাকে পরিচ্ছন্ন, সবুজ, স্বনির্ভর ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আমরা সর্বাত্মক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
প্রস্তাবিত বাজেট ঘোষণা ও মতবিনিময় সভায় সাংবাদিক ও পৌর নাগরিকবৃন্দের বিভিন প্রশ্নের উত্তর দেন মেয়র রেজাউল করিম স্বপন।
বাজেট ঘোষণা ও মতবিনিময় সভায় পৌর নির্বাহী কর্মকর্তা হাসানুজ্জামান বসুনীয়া, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।