রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয় ৪নং ওয়ার্ড ইসাখালি গাজী সেতু সংলগ্ন বালুর মাঠে কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পাট ও বস্র মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বীর প্রতিক এমপি মহদয়ের সুযোগ্য সন্তান এফবিসিআই’র পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পি’র রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সফল সভাপতি ও ৪নং ওয়ার্ডের দুই দুই বার নির্বাচিত ইউপি সদস্য মোঃ ওমর ফারুক ভূইয়া,অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মোঃ নাদিম হোসেন অপু সাধারণ সম্পাদক কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রলীগ,আরো উপস্থিত ছিলেন কায়েত পাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল,কায়েত পাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাঃ জোসনা বেগম,সাধারণ সম্পাদক আরজুদা বেগম,কায়েত পাড়া ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোসাঃ শারমিন আক্তার রিমা,সাধারণ সম্পাদক মোসাঃ মলি আক্তার,মোস্তাক আহমেদ দিপু সাংগঠনিক সম্পাদক কায়েত পাড়া ইউনিয়ন ছাত্রলীগ,ছাত্রলীগ নেতা,মোঃ শাহ পরান সুফিয়ান,মোঃ জাহিদ,পারভেজ মুকতাদি,তৌকির আহমেদ,আজিজুল,রাসেল,শান্ত,মিলন,মেহেদী,মাসুদ,ইমন,তপন,মুরাদ,বরকত,টুটুল,সজিব,মফিজুল,মেহেদীসহ আরো অনেকে উপস্থিত ছিলে।
পরে গাজী গোলাম আশরিয়া বাপ্পি’র রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত ও তবারক বিতরণীয় মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।