দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সম্পাদক সুমন বড়ুয়া স্বার্থহীন ঐকান্তিক সহযোগিতায় বোয়ালখালীস্থ শাকপুরা বড়ুয়ার টেকে অবস্থিত ফিগো ফ্যাশন লিমিটেড( গার্মেন্টস ফ্যাক্টরি) এর কর্মীদের পাওনা টাকা আদায় শুরু।
আনুমানিক গত ফেব্রুয়ারি ২৩ মাস হতে অত্র গার্মেন্টস কর্মীরা বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করে আসছেন। কিন্তু কথা দিয়েও মালিকপক্ষ কথা রাখে না। অত্র গার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মীরা নিজের অভাবের কারণে গত ১৩ জুন সকালে ফিগো ফ্যাশন গেটে অবস্থান গ্রহণ করলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরে দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সম্পাদক বোয়ালখালীস্থ বড়ুয়ার টেকে অবস্থিত ফিগো ফ্যাশনে যান। এবং বকেয়া আদায়ের লক্ষ্যে অবস্থানকৃত কর্মীদের কাছ থেকে তাদের সাক্ষাৎ গ্রহণ করেন। তৎসঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথেও তিনি কথা বলেন।
ফিগো ফ্যাশন লিমিটেডের অবস্থিত ক্রাইম পুলিশ কর্মকর্তার কাছ থেকে এই বিষয়ে দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সম্পাদক জিজ্ঞাসা করলে বলেন, "মালিকপক্ষ সাথে কথা বলে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছি ----->মালিকপক্ষ জানিয়েছেন আগামী ১৪জুন মোট বেতনের অর্ধেকাংশ পরিশোধ করবেন অন্য অধিকাংশ ২০ শে জুন পরিশোধ করবেন বলে জানান।
আজ সৈই ১৪ই জুন অর্ধেক বেতন পরিশোধের সময়। দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সম্পাদক সুমন বড়ুয়া আনুমানিক সাড়ে ১১টায় ফিগো ফ্যাশন লিমিটেডে যান এবং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সাথে ফোনে যোগাযোগ করে বেতন পরিশোধের সত্যতা ও নির্দিষ্টতা প্রাপ্ত হন।
আনুমানিক সাড়ে তিন/চার ঘটিকায় দৈনিক শুভেচ্ছা প্রতিদিনের সম্পাদক সুমন বড়ুয়াকে ফোন করে বেশকিছু শ্রমিকরা বেতন (অংশবিশেষ)পরিশোধ করেছে, তবে উপস্থিত বোনাস ও ওটির বাবদ কোন অর্থ প্রদান করেনি বলে জানান।
উল্লেখ্য যে ভুক্তভোগী কর্মীদের মুল বেতনের বাকী অংশ সহ উপস্থিত বোনাস ও ওটির সম্পূর্ণ টাকা আগামী ২০ শে জুন পরিশোধ করবেন বলে বোয়ালখালীস্থ পুলিশ প্রশাসনের সাক্ষ্যতে কতৃপক্ষ প্রতিজ্ঞাবদ্ধ রয়েছেন।