নিউজ ডেক্সঃ- চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সিজেকেএস আরচ্যারী লীগ ২০২৩ এর খেলা অদ্য ১৩ জুন ২০২৩ইং সিজেকেএস জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম) ৪টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে লীগে দলগতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চট্টগ্রাম ফুটবল ক্লাব ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে লীগে রানার্সআপ হয় ও আগ্রাবাদ নওজোয়ান গ্রীন ১টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজীত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আলহাজ¦ আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস আরচ্যারী কমিটির চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরীর সভাপতিত্বে এবং সিজেকেএস আরচ্যারী কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক কল্লোল দাশের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো: হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো: মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, জহির আহমেদ চৌধুরী, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দিন হাসান, মো: দিদারুল আলম, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মুজিবুর রহমান, ইঞ্জি: জসিম উদ্দিন, মো: এনামুল হক, সাইফুল্লাহ চৌধুরী, শওকত হোসেন, রায়হান উদ্দিন রুবেল, মো: লুৎফুল করিম সোহেল, আব্দুর রশিদ লোকমান, মো: সরোয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ নূর নবী লিটন, আবু জাহেদ, সাইফুল আলম খাঁন, আলী হাসান রাজু, সিজেকেএস আরচ্যারী কমিটির যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ মুনির, সদস্য আলী হাসান সহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এর আগে সকাল ১০.০০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিজেকেএস আরচ্যারী লীগ ২০২৩ এর শুভ উদ্ধোধন ঘোষণা করেন সিজেকেএস সহ সভাপতি মো: হাফিজুর রহমান।