প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী’র স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাট্টলী ছিন্নমূল সমবয় সমিতি লি:’র পূনর্বাসনের দাবী
![]()
প্রধানমন্ত্রী’র স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে
কাট্টলী ছিন্নমূল সমবয় সমিতি লি:’র পূনর্বাসনের দাবী
ডেস্ক নিউজঃ- কাট্টলী ছিন্নমূল সমবায় সমিতি লি:, রেজি: নং-৭৯২৩ এর উদ্যোগে গত ১২ জুন সোমবার বিকাল ৩ ঘটিকায় সমিতির অস্থায়ী কার্যালয় কে.সি.দে রোড, সিনেমা প্যালেস চত্বর সমিতির সভাপতি মোঃ হাসান মোল্লা’র সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কাট্টলী ছিন্নমূল সমবায় সমিতি লি: এর উপস্থিত নেতৃবৃন্দগণ বক্তব্যে বলেন, আমরা ২০০২ সাল থেকে প্রায় ১২০০ সদস্য নিয়ে অত্র সমিতির কার্যক্রম শুরু করি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, ভূমি মন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদেরকে পুনর্বসান করার জন্য আবেদন করি। এমনকি মাননীয় জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে কয়েকবার স্মারকলিপি প্রদান করি। আমরা নদী ভাঙ্গা, হতদরিদ্র, ছিন্নমূল, বাস্তহারা ও ভূমিহীন পরিবারের সদস্য। আমরা বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে এসে ছেলে মেয়ে ও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। বর্তমানে আমরা এখানকার স্থানীয় ভোটার হওয়ার কারণে আমাদেরকে আমাদের জেলাগুলোতে কোনো ধরনের সুযোগ সুবিধা ও মূল্যায়ন ও পুনর্বাসন না করায় চট্টগ্রামের শহরের বিভিন্ন বস্তিতে আমরা অত্যন্ত দু:খ কষ্টে দিনাতিপাত করছি। আমরা চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার অন্তর্গত জঙ্গল সলিমপুরের ওয়ার্ড নং- ৯ ও ১০ এবং সলিমপুর ইউনিয়নের ১নং খাস খতিয়ানভুক্ত ৩৫৯নং দাগের ৪৭ একর ৩০ শতক জায়গায় দখলে ছিলাম। তাই আমাদেরকে উক্ত জায়গায় পুনর্বাসন পূর্বক বসবাস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় ভূমি মন্ত্রী’র প্রতি অনুরোধ করি। বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য জনাব দিদারুল আলম (দিদার) এম.পি-২৮১, চট্টগ্রাম-৪ মহোদয় কর্তৃক সরকারী বা বেসরকারী ভাবে আমাদেরকে পুনর্বাসনের জন্য প্রত্যয়নপত্রও প্রদান করেছেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আবদুল মালেক, মোঃ কামাল মিয়া, মোঃ হারুন অর রশিদ, মোহাম্মদ ইসমাইল, সিরাতুল মোত্তাকিম, মোঃ হারুন, মতিউর রহমান, মোঃ রূপ মিয়া সহ সমিতির নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.