প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৩, ১১:১১ পূর্বাহ্ণ
স্বপ্ন বুনি—– সাফাত বিন ছানাউল্লাহ্

স্বপ্ন বুনি
সাফাত বিন ছানাউল্লাহ্
স্বপ্ন বুনি দুর আকাশে
বাঁধব সুখের ঘর,
স্বপ্ন বুনি মরুর দেশে
হবো যাযাবর।
স্বপ্ন বুনি পৃথিবীরূপ
দেখব আপন চোখে,
স্বপ্ন বুনি অচেনাকে
চিনবে হাজার লোকে।
স্বপ্ন বুনি দিকদিগন্তে
হবে আমার কুটুম,
স্বপ্ন বুনি, স্বপ্ন দেখি
ভাবি আকাশ-কুসুম।
সপ্ন বুনি দুহাতে ওই
ছুঁব নীল আকাশ,
সপ্ন বুনি গহীন অরণ্যে
করব একা বাস।
সপ্ন বুনি অকুল সাগর
পাড়ি দিব সাঁতরে,
আপন হবো ভালোবাসায়
সব মানুষের অন্তরে ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.