প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৩, ১:৪৯ পূর্বাহ্ণ
নদীকান্ত ——ফারজানা আফরোজ

নদীকান্ত
ফারজানা আফরোজ
নদীকান্ত শান্ত ভীষণ,
সাগর পাড়ে বাস।
মাঝি হয়ে ভাসে জলে,
সাগর হয় পাড়।
শামুক,ঝিনুক কুঁড়িয়ে বেড়ায়,
জোস্না স্নাত রাতে।
সাগর কলমী খুঁজে পেলে,
মালা গাঁথে তাতে।
সাগর পাড়ের ধূলার মাঝে,
আঁকে নানান ছবি।
ঢেউ এর সাথে,
তার ভীষণ মিতালি।
সাগর জলের আয়নাতে,
দেখে নিজের ছবি।
সমুদ্রেতে উঠলে তুফান,
হয়রে কোলাহল,
নীল জলেতে খুঁজে ফিরি,
যদি পাই খোঁজ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.