সাতকানিয়া প্রতিনিধিঃ- সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের( ২০২৩- ২৫) , ইং ৯ জুন ২৩ইং শুক্রবার সকাল ১০ঘঠিকা হতে শীলঘাটা পরিনির্বান বিহার, সাতকানিয়া নির্বাচন শুরু হয়।
এতে সভাপতি নির্বাচত হয় বাবু তুষার কান্তি বড়ুয়া, সহ সভাপতি বাবু অর্থদর্শী বড়ুয়া, বাবু শিক্ষক মনোরন্জন বড়ুয়া, সাধারন সম্পাদ্ক বাবু শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া, যুগ্ন সম্পাদক বাবু শিক্ষক বিতান বিকাশ বড়ুয়া, অর্থ সম্পাদক বাবু রাখাল বড়ুয়া, শিক্ষা সাহিত্যে প্রকাশনা সম্পাদক বাবু অমল কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক বাবু সমদত্ত বড়ুয়া, প্রমুখ নির্বাচিত হয়।