নিউজ ডেস্কঃ- আজ বুধবার ৭ই জুন ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় একটি পিকআপ ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন মারা যান এবং পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আরো দুজন মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ এর সভাপতি জনাব শাহ মোহাম্মদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক জনাব শাকিল আখতার চৌধুরী গভীরভাবে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন এবং নিহত ও আহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা অবিলম্বে নিহত পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আহতদের জন্য সুচিকিৎসার জোর দাবি জানান। বিবৃতিতে তারা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্তপূর্বক দোষীদের শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।