প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৩, ২:৪৮ অপরাহ্ণ
সাউদার্ন ইউনিভার্সিটিতে মানবসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
![]()
সাউদার্ন ইউনিভার্সিটিতে মানবসম্পদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
নিউজ ডেস্কঃ- একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটিতে দিনব্যাপী‘ আন্তর্জাতিক দৃষ্টিকোণে মানবসম্পদ" বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক কোর্সে দক্ষতার অর্জনে এমবিএ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, চিন্তাভাবনা এবং বিশ্বায়নের দক্ষতা বিকাশসহ নানা বিষয়ে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন হাইডেলবার্গ সিমেন্ট, চট্টগ্রাম এর হেড অব এইচআর অ্যান্ড এডমিনিস্ট্রেশন, মিজানুর রহমান।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় এমবিএ’র ৪০ জন শিক্ষার্থী অংশ নেন ।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.