নিজস্ব প্রতিনিধি :-“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩উদ্যাপন উপলক্ষে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড এর শুভ উদ্বোধন অনুষ্ঠানটি গভ. মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক, জনাব মমতাজ আক্তার মহোদয় সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মহোদয় জনাব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, জেলা শিক্ষা অফিসার, চট্টগ্রাম মহোদয়,জনাব মোঃ তৌহিদুল ইসলাম এনডিসি, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং মিল্টন বিশ্বাস,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার (শিক্ষা শাখা ও আইসিটি শাখা)এবং আরও উপস্থিত ছিলেন গভ. মুসলিম হাই স্কুলের সম্মানিত শিক্ষকগণসহ প্রিয় ছাত্রছাত্রী ও অন্যান্য অতিথি প্রমূখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রার যুগ। দেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়নের অভিযাত্রাকে আরও গতিশীল করতে চাই বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ এবং টেকসই প্রয়োগ। দেশের উন্নয়নকে আরও বেগবান করতে চাই জাতিকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা এবং বেশি বেশি বিজ্ঞান চর্চা। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলেছে তথ্য প্রযুক্তি খাতে আমাদের ঈর্ষণীয় অগ্রগতি হলেও বিজ্ঞান ও প্রযুক্তির অন্যান্য বিভাগে আমাদের অর্জন প্রত্যাশিত মাত্রার নয়। বরঞ্চ বিজ্ঞান শিক্ষার প্রতি বর্তমানে শিক্ষার্থীদের ঝোঁক দিন দিন কমে যাচ্ছে। বিজ্ঞানের অর্জনকে টেকসই করতে হলে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে হবে। এ লক্ষ্যে প্রতি বছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজন করা হয়।
বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে প্রণোদনা সৃষ্টির প্রয়াস এবং বিজ্ঞান চর্চাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ।
শিক্ষক শিক্ষার্থীসহ সর্বসাধারণের অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি সহজবোধ্য করা এবং বিজ্ঞানের অগ্রযাত্রার মাধ্যমে মানব জীবন ধারার উন্নয়নকে উপস্থাপন করা।
দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান উদ্ভাবকদের চিহ্নিত করা এবং তাদের উৎসাহ ও সহায়তা প্রদান করা।