প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ণ
হাসু আপা ——শবনম ফেরদৌসী

হাসু আপা
শবনম ফেরদৌসী
হাসু আপা, হাসু আপা
আমি তোমার রাসেল,
আমায় কেনো ফেলে
গেলেনা নিয়ে নিদেশ
তোমার সাথে যাবো বলে
বায়না আমি ধরি,
বায়না তুমি রাখনি বলে
হারিয়ে গেছি আমি।
দেশে ফিরে পাওনি আমায়
খুঁজে খুঁজে ফিরো,
সব শিশুদের মাঝে পাবে
শিশু রাসেল কে।
বাবা -মাকে মেরে তারা
ফেলে রাখে যখন,
হাসু আপা হাসু আপা
ডাকি আমি তখন।
মাজেদ আঙ্কেল বলে আমায়
মায়ের কাছে যাবি?
মায়ের কাছে নিয়ে তারা
আমায় মেরে ফেলে।
আপা তুমি দেখনি তো
মায়ের বুকে ফেলে,
আমায় তারা বেয়নেট দিয়ে
খুঁচিয়ে খুঁচিয়ে মারে।
জয় গেলো, পুতুল গেলো
গেলো ছোট আপা,
আমায় শুধু রেখে গেলে
বাবা মায়ের কাছে।
বাবা মায়ের খুনিরা এখনোও
পালিয়ে আছে যারা,
কখন তাদের ফিরিয়ে আনবে
জানকী? তুমি আপা।
মাজেদ আঙ্কেল পেয়েছে শাস্তি
ফাঁসি হয়েছে তার,
এখনো অনেকে পালিয়ে আছে
শাস্তি পাবে কখন?
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.