নিজস্ব প্রতিনিধিঃ- জমকালো আয়োজনের মাধ্যমে সিইউসিবিএ এলামনাই এসো'র মিলন মেলা এবং গালা নাইট' ২৩ অনুষ্ঠিত ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বানিজ্য অনুষদের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যার বিডেমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এর প্রাক্তন ছাত্র- ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন এ্যালামনাই এসোসিয়েসনের মিলন মেলা এবং গালা নাইট' ২৩ গতকাল ২৬/০৫/২০২৩ ইং তারিখে শরীর অভিনার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান ও প্রাতন শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মধ্যে একটা মেল বন্ধন তৈরীরর লক্ষ্যে সিইউসিসিএ এলামনাই এসোসিয়েশন এই মিলনমেলার আয়োজন করেন। প্রাক্তন ও বর্তমান ছাত্র ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ছিল লোকজ সংগীত ও নাটাই ব্যাক এর গানের আসর এবং রাতের ভোজনে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন এর ১ম ব্যাচ থেকে ২২তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠান উদ্ভোধন করেন আইল্যান্ড সিকিউরিটিজ এর চারান এর সাবেক পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এফসিএমএ এবং সিইউসিপিএ এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন এফসিএমএ মোহম্মদ মহিউদ্দিন এফসিএমএ বলেন "দেশের সার্বিক উন্নমানে এলামনাই এর ভূমিকা পুরো বিশ্বে অপরিহার্গ। চট্টগ্রামে এই ধরনের একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে দেখে আ খুবই আশাবাদী তবে এলামনাইদের আরো দায়িত্ব নিয়ে জনশক্তির দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কাজ করে যেতে হবে ।" উদ্বোধকের বক্তব্যে প্রফেশ ড. মোহাম্মन জামাল উদ্कিএ গ্রাম বিশ্ববিদ্যালয় সরকারের বিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিষ্ট্রেশন (সিইউসিবিএ) নামক একটি সেন্টার গঠিত হয় যার মাধ্যমে আর আজ তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এলামনাইরা হচ্ছে আমাদের সেই প্রতিচ্ছবি। সম্মানিত বিশ্ব বা অনুষদের ডীন প্রফেসর মোঃ হেলাল উদ্দিন নিজামী বলেন “শুধু বিনোদনের জন্য কিন্তু এলামনাই এসোসিয়েশন নয়, এমনাই এসোসিয়েসন একটা মেল বন্ধন তবে সেটা হওয়া উচিত দেশ, জাতি ও রাষ্ট্রের কাঠামোতে ভূমিকা রাখার স্বার্থে। আমরা আশা করছি সিইউসিবিএ এলামনাই এসোসিয়েশন শুধু বাংলাদেশ নয়, বিশ্বে একটি রোল মডেল হিসাবে কাজ করবে"।সংগঠনের সাধারণ সম্পাদক আশেক হোসেন চৌধুরী রবিন এর পরিচালনার এবং কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ ইউসুফ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ব উপচার্য প্রফেসর ড. শিরীন আখতার, অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট মাহ আলম, বাংকার ক্লাবের সভাপতি মোহাম্মাদ রোসাংগীর, এনবিআর এর চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোঃ বোজা।
অনুষ্ঠান পরিচালনায় আরো ছিলেন কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা এবং এডহক কমিটির সাবেক সদস্য সচিব এবিএম শিহাব উদ্দিন, অনুষ্ঠানের আহবায়ক আমিনুল ইসলাম এসিএমএ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক সোহরাব মোস্তফা, শফিকুল ইসলাম, এডহক কমিটির সাবেক সদস্য মোঃ মিজানুর রহমান, নীপেশ বড়ুয়া, কার্যনির্বাহী পরিষদের ইমতিয়াজ, জাকির, রাহাত, ইফাজ, ইভান, মহিউদ্দিন বিয়ান, নইমুল, কাউসার, আদিল,তৌসিফ, সাজ, মান্নান, রবিন প্রমূখ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষকরুণ, কার্য নির্বাহী পরিষনের পৃষ্ঠপোষকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, ও কার্য নির্বাহী পরিষদের সকল সন।