প্রেস বিজ্ঞতিঃ- “এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”-ছাড়পত্র- সুকান্ত ভট্টাচার্য। আমরা প্রত্যেকে শিশু কাল অতিক্রম করেছি। শিশুরা অপরাধ করে না, তারা অপরাধে জড়িয়ে যায় কিংবা জড়ানো হয়। তাই তাদের সংশোধনের ব্যবস্থা গ্রহণ এবং সুরক্ষা নিশ্চিত করতে হবে"। স্টেকহোল্ডার, বিজ্ঞ প্যানেল আইনজীবী, সমাজ সেবা প্রবেশন অফিসার শিশুদের আইনি অধিকার নিয়ে কাজ করছে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
শিশুদের ক্ষেত্রে সংবেদনশীল হতে হবে। লিগ্যাল এইড এর বিজ্ঞ প্যানেল আইনজীবীগণ শিশুদের মামলাগুলোয় ভালোবাসার সাথে সেবা দিতে হবে। ১৯ ও ২০ মে, ২০২৩খ্রি. "Strengthening Capacity of Judicial System for Child Protection in Bangladesh" Project, Law & Justice Division, MoLJPA, and UNICEF Bangladesh, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা এবং জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে ০২ (দুই) দিন ব্যাপী লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে 'শিশু আইন ২০১৩' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. আজিজ আহমদ ভূঞা। ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব শাহনেওয়াজ মনির এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) জনাব রুবায়েত ফেরদৌস, শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে ইউনিসেফ বাংলাদেশ এর গৃহীত কার্যক্রম ও “ স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ" (এসসিজেএসসিপিবি) প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্যে বিষয়ে বক্তব্য রাখেন জনাব জেসমিন বি হোসাইন, চাইল্ড প্রোটেকশন অফিসার, চট্টগ্রাম ডিভিশন ইউনিসেফ।
দু'দিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে শিশুর বিচার ব্যবস্থা ও ফৌজদারী বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য বিষয়ক সেশন পরিচালনা করেন চট্টগ্রামের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড.আজিজ আহমদ ভূঞা, শিশু আইন ২০১৩ এর সার সংক্ষেপ বিষয়ে সেশন পরিচালনা করেন জনাব মোঃ জামিউল হায়দার, মাননীয় বিচারক (সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৪ চট্টগ্রাম, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু আদালত কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ বিষয়ে সেশন পরিচালনা করেন জনাব মুরাদ-এ-মাওলা সোহেল, মাননীয় বিচারক (সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, চট্টগ্রাম, বিকল্প পন্থা, পারিবারিক সম্মেলন, বিরোধ মিমাংসা,
প্রবেশন ইত্যাদির পরিচিতি বিষয়ক সেশন পরিচালনা করেন জনাব মোহাঃ সিরাজুদৌল্লা কুতুবী, মাননীয় বিচারক (সিনিয়র জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৬, চট্টগ্রাম, শিশুর আইনগত প্রতিনিধিত্ব ও আইনের সংস্পর্শে আসা শিশু, সুবিধাবঞ্চিত শিশু ও বিকল্প পরিচর্যা বিষয়ক সেশন পরিচালনা করেন জনাব মুন্সী আব্দুল মজিদ, মাননীয় বিভাগীয় স্পেশাল জজ, চট্টগ্রাম এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু এবং থানা কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ বিষয়ে সেশন পরিচালনা করেন জনাব কামরুন নাহার রুমী, মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ খাইরুল আমীন, মাননীয় যুগ্ম জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের ৩০ জন বিজ্ঞ প্যানেল আইনজীবী এবং ইউনিসেফ কর্মকর্তাবৃন্দ। দুই দিন ব্যাপি প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণার্থীদেরকে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র প্রদান করা হয়।