নিজস্ব প্রতিনিধিঃ- আজ( ১৯ মে) ১০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বাংলা টিভির ষষ্ঠ বছর পূর্তি" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌধুরী লোকমান, ব্যুরো প্রধান, বাংলা টিভি চট্টগ্রাম বিভাগ, জনাব নোমাল আল মাহমুদ, এমপি, চট্টগ্রাম-৮ আসন, ডাঃ রাজীব রঞ্জন সহকারী হাই কমিশনার, ভারতীয় দূতাবাস চট্টগ্রাম, জনাব আ. জ. ম. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, সিনিয়র সহকারী পরিচালক নুরুল আফসার, রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭, জনাব আলহাজ্ব আলী আব্বাস, সাবেক সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব, জনাব সালাহ্উদ্দিন মো. রেজা, সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাব, জনাব দেবদুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম প্রেসক্লাব, চৌধুরী ইমরান, সিনিয়র রিপোর্ট, বাংলা টিভি চট্টগ্রাম, সোহেল মাহমুদ চৌধুরী, সিনিয়র রিপোর্ট, বাংলা টিভি চট্টগ্রাম প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বলেন,বাংলা টিভির ষষ্ঠ বছর মূর্তি উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্বজুড়ে বাংলা কে ধারণ করে ১৯৯৮ সালের লন্ডন থেকে সম্প্রচার শুরু করেন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি। দীর্ঘ ১৯ বছর ধরে ইউরোপ জুড়ের সফল সম্প্রচারের পর ২০১৭ সালে বাংলাদেশের সম্প্রচার শুরু করে বাংলা টিভি। হাটি হাটি পা পা করে আজ ১৯ মে দেশীয় সম্প্রচারের সপ্তম বছরে পদার্পণ করছে বাংলা টিভি। ভবিষ্যতেও বাংলা টিভির পাশে থাকার জন্য সকলকে আহ্বান করেন।