সমাবেশে বক্তারা বলেন, ফেসবুকের পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার অজুহাতে অধ্যক্ষ সেলিনা আক্তার শেলীকে বরখাস্ত করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের স্বৈরাচারী ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের বহিঃপ্রকাশ। ডিজিটাল সিকিউরিটি এ্যক্ট এর ভয় দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা স্তব্ধ করা হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময় থেকেই আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে এই কালো আইন বাতিলের কথা বলা হয়ে আসছে। আইনটির বিতর্কিত ব্যবহার বারংবার আমাদের আশঙ্কাকে ঠিক প্রমাণ করে জনমতের বিরুদ্ধে ব্যবহার করেছে।
এই ধরণের কালো আইন প্রণয়ন ও তার ব্যবহার সরকারের স্বৈরাচারী আচরণ জনগণের সামনে নগ্নরূপে তুলে আনছে।