অদ্য ১৮এপ্রিল২৫ইং দুপথশিশুদেরকেপুর ২.৪০ ঘটিকায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানোর উদ্দেশ্যে বিশেষ আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক ই আজম বীর প্রতীক, মাননীয় উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সভা শুরুর পূর্বে পথশিশুদেরকে নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজ শেষে ১৬০ জন পথশিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কমিশনার মহোদয় আগত অতিথিবৃন্দকে অত্র অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আজকের অনুষ্ঠানের প্রত্যয় “একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার” উল্লেখ করে বলেন সমাজে পথশিশু বলে কোনো কথা থাকবে না। তিনি আরো বলেন প্রত্যক অনাথ, গৃহহীন ও অসহায় শিশু স্বাভাবিক জীবন যাপনের অধিকার রাখে। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করা সকলের নৈতিক দায়িত্ব।
এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে পথশিশুদেরকে সমাজ ও রাষ্ট্রের মূল ধারায় ফেরানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরণের পরামর্শ ও নির্দেশনা তুলে ধরেন এবং সমাজের সকলকে বিশেষ করে বিত্তশালী ব্যক্তিদেরকে এই কাজে এগিয়ে আসার জন্য আহবান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শারমীন এস মুরশিদ, মাননীয় উপদেষ্টা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়; জনাব ডাঃ শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; জনাব ডঃ মোঃ জিয়াউদ্দিন, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম; জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামছুল আলম, এনডিসি, পিএসসি, কমান্ডার ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড; জনাব মোঃ আহসান হাবিব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; জনাব প্রকৌশলী নুরুল করিম, চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ।