আজ ১০ অক্টোবর সন্ধ্যা ৫ ঘটিকায় চট্টগ্রাম বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার নিকট লিখিতভাবে কিছু দাবি উপস্থাপন করা হয় বোয়ালখালীর সকল সাধারণ মানুষের পক্ষ থেকে আর এই দাবি লিখিত ভাবে উপস্থাপন করেন স্বয়ং চট্টগ্রাম বোয়ালখালীর সাধারণ শিক্ষার্থীগণ।
দাবিসমূহ....
★ প্রতিটি মেইন মোড়ে মোড়ে গাড়ি ভাড়ার তালিকার লিস্ট দেওয়া হউক।
★অতিরিক্ত ভাড়া দাবি করলে কিংবা কোনো ড্রাইভার যেকোনো যাত্রীর সাথে খারাপ ব্যবহার করলে তাকে বোয়ালখালী লাইন থেকে নিষিদ্ধ করা হউক।
★যাত্রী হয়রানি হলে কিংবা বেশী ভাড়া দাবি করলে অভিযোগ জানানোর জন্য একটা হেল্প লাইন নাম্বার প্রদান করা হউক।
★ ফিটনেস বিহীন গাড়ি, ট্র্যাফিক নিয়মকানুন না মেনে সকল গাড়ি চলাচল করবে তাদের বিরুদ্ধে সাথে সাথে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
এই দাবি শুধু মাত্র সাধারণ শিক্ষার্থীদের নহে এই দাবি আমার আপনার পুরো বোয়ালখালী বাসী সবার কেননা অবহেলিত এই বোয়ালখালী তে নির্দিষ্ট কোন ভাড়ার তালিকা না থাকাতে গাড়ি চালকদের একাকী নৈরাজ্য সিন্ডিকেট দিন দিন বেড়েই চলছে।
সবশেষে শ্রদ্ধেয় অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার স্যার আমাদের জানিয়েছেন আমাদের দাবি গুলো শতভাগ যৌক্তিক এখন হিন্দুদের পূজা শুরু হওয়াতে সকল কে এই পূজা কে ঘিরে যাতে কেউ-ই কোনো সৃষ্টি করতে না পারে সেইদিকে একটু নজর রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি এবং এর পাশাপাশি জানিয়েছেন উনি পূজা শেষে উনি সর্বপ্রথম এই বোয়ালখালীর সকল পরিবহণ এর বিরুদ্ধে বিশেষ করে সিএনজি যারা সুযোগ সন্ধানী হয়ে শুধু মাত্র সুযোগ এর অপেক্ষা করে অতিরিক্ত ভাড়া দাবি করে সাধারণ মানুষদের হয়রানি করছে এমন সকল ড্রাইভারদের বিরুদ্ধে উনি ব্যবস্থা নিবেন এবং পূজা শেষে সকল সাধারণ শিক্ষার্থী (আমাদের) সাথে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা বলবেন।
দুর্নীতি এবং সিন্ডিকেট মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলে এগিয়ে আসুন একসাথে