প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
পার্বত্য চট্টগ্রামে কঠিন চীবরদান উদ্যাপন না করার ঘোষণায় সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে কঠিন চীবরদান উদ্যাপন না করার ঘোষণায়
সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে এ বছর পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উদ্যাপন না করার ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ।
আজ রোববার দুপুরে রাঙামাটি শহরের মৈত্রী বৌদ্ধ বিহারের দেশনালয়ে (ধর্ম উপদেশ কক্ষে) এ ঘোষণা দেওয়া হয়। আগামী নভেম্বর মাসে প্রথম সপ্তাহ থেকে পার্বত্য চট্টগ্রামে মাসব্যাপী বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবরদান অনুষ্ঠিত হওয়া কথা।
আনুমানিক ১:৩০ ঘঠিকায় পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রদ্ধালঙ্কার মহাথের।
এ সময় উপস্থিত ছিলেন বন ভান্তের শিষ্য সংঘের সহসভাপতি সৌর জগৎ মহাথের, সাধারণ সম্পাদক তেজপ্রিয় মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদ বান্দরবানের সহসভাপতি জ্ঞানবংশ মহাথের, ত্রিরত্ন ভিক্ষু অ্যাসোসিয়েশনের সভাপতি আগ্নাশ্রী মহাথের প্রমুখ।