প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ
বাবৌঐফা(পটিয়া)কমিটির আয়োজনে প্রতিভা অন্বেষণ-২৩ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২৪ এর পুরস্কার বিতরণী সম্পন্ন
![]()
বাবৌঐফা(পটিয়া)কমিটির আয়োজনে প্রতিভা অন্বেষণ-২৩ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২৪ এর পুরস্কার বিতরণী সম্পন্ন
আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথায় নয় কাজে বিশ্বাসী হয়ে একঝাঁক অরুণ প্রাতের তরুণ দল নিয়ে বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন এর পথ চলা শুরু। বয়স আঠারো থেকে শুরু করে ষাটোর্ধ ব্যক্তি এই সংগঠন এর সদস্য। বয়স বিবেচনায় নয় মনের তারুণ্যদীপ্ত শক্তিই হলো এই সংগঠনের চালিকাশক্তি।
যাদের নাম যুবমানষ। এই যুব মানষ অনবরত সুন্দরের প্রতিচ্ছবি। পদানত পরাভব নয়। পরাধীন শৃঙ্খলিত তামাসা ভরা জীবন নয়। আলোর সন্ধীপনে দঃর্মর জাগৃতি তথা সমূদয় অশুভতাকে পদদলিত করে মুক্ত জীবনানন্দ উন্মেষিত হওয়ার প্রবল বাষনার নাম যুব শক্তি । এই শক্তি চিরকাল অসুন্দরের বদ্ধ দরজায় প্রবল করাঘাত এনে সুন্দেরর বিজয় ধ্বণি ঘোষণা করে। দেশ ও জাতি গঠনে, সমাজ বিনির্মানে এবং সফল সৃষ্টির পরিক্রমায় যুবকেরাই মানবতার জয়গানে মানুষের হৃদয়ে নিয়ে আসে স্বর্গ সুখের মদিরতা। ঐক্যবদ্ধ শুভ প্রয়াস সকলের জন্য আর্শিবাদ স্বরূপ।
এতে করে সকলের অকল্যাণ, অসুন্দর বিমোচিত হয়ে জেগে উঠে শুদ্ধতা।শান্তি সাম্য এবং সাবলীল জীবনবোধে উচ্চারিত একটি বিশুদ্ধ সংগঠন - বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন। সংগঠন কতৃক আয়োজিত- প্রতিভা অন্বেষণ - শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, যে আয়োজনে উপস্থিত ছিল প্রতিটি বৌদ্ধ গ্রামের ছেলে মেয়েরা। যাদের মধ্যে থেকে খুঁজে বের করা হয়েছে -- শিক্ষাতে সেরা দশ জন।
সাহিত্য ও সংস্কৃতিতে বিভিন্ন বিষয়ে ৪৮ জন প্রতিযোগিকে গত ০৪ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হয় বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন(পটিয়া) কমিটির আয়োজনে প্রতিভা অন্বেষণ ২০২৩ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পটিয়ার খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন(পটিয়া) কমিটির সভাপতি শৈবাল বড়ুয়া।
পটিয়ার ২২টি বৌদ্ধ পল্লীর ৬ষ্ঠ শ্রেনী হতে ১০ম শ্রেনীর অধ্যয়নরত প্রায় চার শতাধিক শিক্ষার্থী প্রতিভা অন্বেষণ ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে মোট ১০ জন কৃর্তি শিক্ষার্থী হিসাবে পুরস্কার অর্জন করে এবং বিভিন্ন বিষয়ে তিনটি গ্রুপে ৮২ জন সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ অংশগ্রহণ করে প্রতিযোগিতার বিষয়গুলো ছিল নৃত্য,বৌদ্ধ ধমীয় সংগীত, রবীন্দ্র, নজরুল, আধুনিক গান,লোকগীতি ও ছড়া গান। এর মধ্যে হতে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী হিসাবে ৪৮জন কে নির্বাচিত করা হয়। এছাড়াও তিনটি গ্রুপ হতে ৪জন সেরা হিসাবে বিবেচিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সচিব প্রফেসর আমিরুল মোস্তফা মহোদয় ।
অনুষ্ঠানে প্রথান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ,শিক্ষাবিদ ও লেখক মুহাম্মদ আবু তৈয়ব মহোদয় । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রগ্রেসিভ ওয়েস্ট লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি ৮ এর সাবেক চেয়ারম্যান, লায়ন রুপন বড়ুয়া,মেটলাইফ বাংলাদেশ এর এসিস্ট্যান্ট এজেন্সী ডাইরেক্টর এন্ড ভাইস প্রেসিডেন্ট মি.কামনাশীষ বড়ুয়া ও উদ্বোধক হিসাবে বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র মহাসচিব সীমাজু বড়ুয়া ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বুদ্ধ কীর্তনিয়া পরিষদ এর সাধারণ সম্পাদক শিক্ষক তাপস বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র যুগ্ন সচিব রনি চৌধুরী,উপদেষ্ঠা লায়ন ইন্দ্রসেন বড়ুয়াসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন(পটিয়া) কমিটির সাধারণ সম্পাদক লিটন কুমার বড়ুয়া ও জুয়েল বড়ুয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর আহবায়ক ও (পটিয়া) কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া।
পু্রস্কার বিতরণ অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর নৃত্য ২য় স্থান অধিকারী প্রজ্ঞা পারমিতা বড়ুয়া।
পরিশেষে সংগঠনের বিশেষ ভুমিকা রাখায় সহ শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সংগঠক উত্তম বড়ুয়া কে সোনালী অভিনন্দন হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়।
Copyright © 2025 দৈনিক শুভেচ্ছা প্রতিদিন. All rights reserved.